কটিয়াদীতে স্বাস্থ্য কর্মকর্তাকে হয়রানির অভিযোগ

0

এম এ কুদ্দুছ (কিশোরগঞ্জ) কটিয়াদীঃ

কটিয়াদীতে অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক আলহাজ¦ মতিউর রহমানের (৭০) বসতবাড়ির উপর দিয়ে জোরপূর্বক প্রতিবেশী পাঁচগাতিয়া গ্রামের মৃত আঃ রাশিদের ছেলে এম.এ মান্নানের (৬৫) বিরুদ্ধে ব্যক্তিগত চলাচলের সুবিধার্থে জায়গা দখলের জন্য স্থানীয় যুবকদের দিয়ে অত্যাচার উৎপীড়ন ও গালিগালাজসহ প্রতিনিয়ত হয়রানি করার অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে ভুক্তভোগী মতিউর রহমান বাদী হয়ে সম্প্রতি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আমল গ্রহণকারী আদালতে দ-বিধি ৫০৪/৫০১/১০৯ ধারায় সি.আর মামলা (নং-৩৬৩/২১) দায়ের করেছেন। আদালত বিষয়টি আমলে নিয়ে কটিয়াদী থানার ওসিকে আগামী ১৪ ফেব্রুয়ারি তারিখের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, কটিয়াদী উপজেলার পাঁচগাতিয়া গ্রামের মৃত আঃ রাশিদের ছেলে অবসরপ্রাপ্ত বিআরটিএ ইঞ্জিনিয়ার এম.এ মান্নান ও গংরা দীর্ঘদিন ধরে প্রতিবেশী মৃত আঃ রাজ্জাক আকন্দ এর ছেলে অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মতিউর রহমান আকন্দকে তার স্বত্ব দখলীয় জায়গা জবর দখলের অব্যাহত হুমকি দিয়ে আসছে। ভুক্তভোগী মতিউর রহমানের অভিযোগ, অর্থের বিনিময়ে এলাকার উঠতি বয়সের একটি সন্ত্রাসী চক্রকে দিয়ে প্রতিবেশী এম.এ মান্নান তাকে অন্যায়ভাবে অত্যাচার উৎপীড়ন, গালিগালাজ ও খুন জখমের হুমকি দিচ্ছেন। তাদের হুমকি-ধামকিতে বর্তমানে এলাকায় মতিউর রহমানসহ পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে আদালতে মামলা দায়ের করাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি কামনা করেছেন।

Share.