পাকুন্দিয়া থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে দুই কেজি গাঁজাসহ মোঃ সুজন মিয়া (৩৫) নামে একজনকে আটক করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে নগদ ১৫হাজার টাকা ও একটি মোবাইল উদ্ধার করা হয়। আটক সুজন মিয়া পাকুন্দিয়া উপজেলার জাংগালিয়া ইউনিয়নের চরকাওনা গ্রামের মৃত হালিম উদ্দিনের ছেলে।

র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিএন এম শোভন খান জানান, মঙ্গলবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ অর্থ ও মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত মাদক ক্রয় বিক্রয়ের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Share.