অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন, বন্ধ থাকবে বাড়তি ভাড়া

0

নিউজ ডেস্কঃ
আগামী শনিবার থেকে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহন শুরু করবে। তবে বাড়তি ভাড়া গুনতে হবে না। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এর আগে করোনার নতুন ধরন ওমিক্রন রোধে বিধিনিষেধের অংশ হিসেবে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালানোর নির্দেশনা জারি করে সরকার।

আজ বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বনানীতে বিআরটিএ ভবনে এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। বৈঠকে পরিবহন মালিক সমিতি স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী নিয়ে গণপরিবহন চালানোর অনুরোধ জানায়।

Share.