কটিয়াদীতে ঘোড় দৌড় প্রতিযোগিতা

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে ইউপি নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ায় চেয়ারম্যানের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা। এ ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে শিশু,নারী-পুরুষসহ নানান বয়সী হাজার হাজার মানুষ ভীড় করেন।

ঘোড় দৌড় দেখে দর্শকরা উচ্ছ্বসিত। নির্বাচনে ঘোড়া মার্কা প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ায় ভোটার ও সাধারণ মানুষকে বিনোদন দিতেই এ ঘোড় দৌড়ের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান। এ দৌড়ে অংশ নিয়েছেন দেশের আলোচিত ঘোড়সওয়ারী তাসমিনা।

বড়, মধ্যম ও ছোট এই তিন ধরনের ৪০টি ঘোড়ার দৌড় দেখে অন্তত ৫০ হাজার দর্শক উল্লসিত। ছেলে বুড়োসহ নানান বয়সী নারীপুরুষ এ ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখে আনন্দিত।

আয়োজকরা জানিয়েছেন, কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকা ও গাজীপুর, টাঙ্গাইল, নওগাঁসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ঘোড়সওয়ারীরা এ প্রতিযোগিতায় অংশ নেন।

আগত দর্শকরা জানিয়েছেন, ঘোড়দৌড় দেখে তারা আনন্দিত। এক সময় প্রতিবছর ঘোড় দৌড় প্রতিযোগিতা হতো। কালের আর্বতে সে প্রতিযোগিতা হারিয়ে যাচ্ছে। এতে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা প্রতিবছর আয়োজনের আশা করছেন। প্রতিযোগিতায় টাঙ্গাইলের আবুল হাসনাতের ঘোড়া প্রথম হয়েছে। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আয়োজকরা।

ঘোড় দৌড়ের আয়োজক কটিয়াদীর আচমিতা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মতিউর রহমান জানান, ইউনিয়নবাসী তাকে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করায় তিনি এ প্রতিযোগিতার আয়োজন করেছেন। ভোটার ও সাধারণ মানুষকে বিনোদন দিতে আগামীতেও ঘোড়দৌড়সহ নানান খেলার আয়োজন করা হবে।

Share.