পাকুন্দিয়ায় নয় ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে ৫৭৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার নিজ নিজ এলাকার রিটার্ণিং কর্মকর্তারা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াৎ হোসেন জানান, আসন্ন পাকুন্দিয়ার নয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬১ জন, সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ১২৩ জন ও সাধারণ ইউপি সদস্য পদে ৩৯১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে বৃহস্পতিবার ১০ জন চেয়ারম্যান প্রার্থী, ১ একজন সংরক্ষিত নারী ইউপি সদস্য ও ৯ জন সাধারণ ইউপি সদস্য পদপ্রার্থীসহ ১১জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন। এছাড়া সাধারণ সদস্য পদে বুরুদিয়া
ইউনিয়নের শাজাহান মিয়া নামের একজন বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন।

তিনি আরও জানান, ৬ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের দিন ঋণ খেলাপির কারণে নারান্দী ইউনিয়নের মোতাহার হোসেন ও পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আরফান উদ্দিন নামের চেয়ারম্যান পদে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র
বাতিল করা হয়। এছাড়া বয়স না হওয়ার কারণে নারান্দী ইউনিয়নের একজন সংরক্ষিত নারী সদস্য ও মামলা থাকার কারণে এগারসিন্দুর ইউনিয়নের একজন
সাধারণ সদস্য পদপ্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াৎ হোসেন বলেন, স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনী প্রচার প্রচারণা চালানোর জন্য সকল প্রার্থীদের বলে দেওয়া হয়েছে। যদি কোন প্রার্থী এর ব্যত্যয় ঘটায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ
ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আগামি ৩১ জানুয়ারি ৬ষ্ঠ ধাপে উপজেলার নয় ইউনিয়ন পরিষদে ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Share.