৯৯৯ এ ফোনে পুলিশ উদ্ধার  করলো আহত ৭ জনকে

0

খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ

কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ সাতজন গুরুতর আহত হয়ে হোসেনপুর হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার সকালে বিরোধপূর্ণ জায়গায় গাছ কেটে সাতজনকে আহত করলে ৯৯৯ এ ফোন করলে পুলিশ গিয়ে আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

আহতরা হলেন উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের  রহিম বকসের ছেলে রুস্তম আলী (৬০), রুস্তম আলীর স্ত্রী করফুলা বেগম (৫৫) ছেলে আকরাম হোসেন (২৫), মেয়ে হারেছা আক্তার(৩৫), রেখা আক্তার(২৩), রাবিয়া আক্তার (১৯) ও তৌফিকুল মিয়া(৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের আব্দুল হেকিমের সাথে ওই গ্রামের রুস্তম আলীর সাথে জমি সংক্রান্ত বিরোধ ছিল। এরই জের ধরে রুস্তম আলীর ভোগ-দখলকৃত জায়গার দেশীয় আম-কাঁঠাল,কলাগাছ কেটে ফেলে হেকিম ও তার লোকজন।এ সময় রুস্তম আলী প্রতিবাদ করায় তাদের উপর বুধবার হেকিম ও তার লোকজন পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দ্বারা হামলা করে গুরুতর আহত করে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানায়, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Share.