স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে নদী বিষয়ক পত্রিকা রিভার বাংলা’র উদ্যোগে বই উপহার অনুষ্ঠান হয়েছে। শুক্রবার বিকেলে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রিভার বাংলা’র সম্পাদক বিশিষ্ট লেখক ও গবেষক ফয়সাল আহমেদ-এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক ও লেখক মু.আ.লতিফ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শেখ নূরন্নবী বাদল প্রমুখ।
কবি আমিনুল ইসলাম সেলিমের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি’র সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন, শ্রমিক নেতা আব্দুর রহমান রুমি, মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ১১টি পাঠাগারে বিভিন্ন লেখকের প্রায় ৫০০টি বই প্রদান করা হয়।
পাঠাগার গুলো হলো, জেলা পাবলিক লাইব্রেরি, হাজী আব্দুল খালেক স্মৃতি পাঠাগার, অ্যাডভোকেট শেখ নূরুন্নবী বাদল পাঠাগার ও সংগ্রহ শালা, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষন পাঠাগার, বাতিঘর পাঠাগার, কবি আইয়ুব বিন হায়দার পাঠাগার, জ্ঞানতীর্থ পাঠাগার, বাদশাহ ভূইয়া স্মৃতি পাঠাগার, জিয়াউল হক বাতেন পাঠাগার, কবি নূরে মালেক স্মৃতি গ্রন্থাগার ও সুলতানপুর নূরুল উলুম দাখিল মাদ্রাসা পাঠাগার।