পাকুন্দিয়ায় আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে অগ্নি সংযোগের অভিযোগ বিদ্রোহী প্রার্থীর

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগসহ নানা অভিযোগ এনেছেন একই পদে বিদ্রোহী প্রার্থী আজিজুল হক তোতা। আজ শুক্রবার বিকেলে সুখিয়া ইউনিয়নের আশুতিয়া বাজারে তাঁর নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ আনেন তিনি।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবদুল হামিদ টিটুর কর্মী সমর্থকরা জোর করে কেন্দ্র দখল করে নিয়ে যাবে বলে অনবরত হুমকি দিচ্ছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে আমার দুটি নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তার কর্মীরা। এছাড়া আমার আনারস প্রতীকের কর্মী সমর্থকদের নির্বাচনী কাজে বাধা দিচ্ছে। আমার পোষ্টার ছিঁড়ে ফেলছে। দিন যতই ঘনিয়ে আসছে ততই তার কর্মী সমর্থকরা বেপরোয়া হয়ে উঠছে। আমার এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ট পরিবেশ বজায় রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবী জানাচ্ছি।

সংবাদ সম্মেলন শেষে নির্বাচনী কার্যালয়ে অগ্নি সংযোগের প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবীতে বিদ্রোহী প্রার্থী আজিজুল হক তোতার নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আশুতিয়া বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে তাঁর নির্বাচনী কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আনোয়ার হোসেন স্বপন ও কেরামত আলী, উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক এবিএম হাসান, বীরমুক্তিযোদ্ধা আবদুল মোতালিব ও এবিএম হাসান, সুখিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম হবি, সুখিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানা ও সাধারন সম্পাদক আরিফুল হক সোহেল প্রমুখ।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত নৌকা প্রতীকের প্রার্থী আবদুল হামিদ টিটুর মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

Share.