পাকুন্দিয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোজাম্মেল হক নামে এক ব্যবসায়ী। বুধবার সকালে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের দরগা বাজার এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ভুক্তভোগী লিখিত বক্তব্যে বলেন, মধ্য সাটিয়াদী এলাকার জাকিবুল ইসলাম সুমনের সাথে দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে ২০২০ সালের ১১ নভেম্বর সকালে মটখোলা বাজারে যাওয়ার পথে অভিযুক্ত জাকিবুল ইসলাম সুমন বাড়ির সামনে মোটর সাইকেলের পথ রোধ করে সুমনের সঙ্গে থাকা রুপালি ব্যাংকের ৪ টি ব্ল্যাংক চেক ও ৬টি ১০০টাকার স্ট্যাম্পে জোরপূর্বক সাক্ষর নিয়ে পরবর্তীতে এন আই অ্যাক্ট আইনে মোজাম্মেল হকের বিরুদ্ধে জাকিরুল হক সুমনের শ^শুড় মিথ্যা মামলা দায়ের করেন।

এ মামলায় গত ২৩ ফেব্রুয়ারি ২০২১ সালে আদালত থেকে জামিন নিয়ে বের হলে আদালত প্রাঙ্গণে সুমন ও তার শ^শুড়ের জোগ সাজসে ডিবি পুলিশ ইয়াবা রাখার অভিযোগে গ্রেপ্তার করে বলে লিখিত বক্তব্যে জানান। বর্তমানে মোজাম্মেল হক ৫০-৬০ লাখ টাকার আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে মানবেতর জীবন যাপন করছে।

Share.