খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ পুমদী এলাকায় সরকারী রাস্তা ফের কেটে ফেলায় জন দূর্ভোগ সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার ৬নং পুমদী ইউনিয়নের দক্ষিণ পুমদী গ্রামের জাবারিয়া হাজী বাড়ী হতে শহর উল্লার বাড়ী পর্যন্ত সরকারী ব্রিক সলিং রাস্তা উন্নয়নে এলজিইডি থেকে বরাদ্দ দেয়া হয়।
রাস্তাটি সিএস দাগ নং- ২০১৭ পুমদী মৌজায় ১নং খতিয়ানভূক্ত সরকারী হালটে রয়েছে। গত ২০২০ সালের ডিসেম্বর মাসে ইউনিয়ন কর্তৃপক্ষ ইজিপি প্রকল্পের আওতায় রাস্তার উন্নয়নের কাজ হাতে নেন।
২০২১ সালের জুলাই মাসে রাস্তায় ব্রিক সলিং এর কাজ শুরু হয়। এক পর্যায়ে একই এলাকার মৃত জুবেদ আলীর পুত্র সোহরাব উদ্দিন ও মৃত আফির উদ্দিনের স্ত্রী মোছা: নাহার নিজেদের স্বার্থ হাসিলের জন্য রাস্তা কেটে কাজ বন্ধ করে দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে রাস্তার সলিং এর কাজ সম্পন্ন হয়।
চলতি মাসের ১৫ ফেব্রুয়ারি প্রতিপক্ষ ফের রাস্তা কেটে ফেলে ব্রিক সলিং তুলে নেয়। ফলে উক্ত রাস্তা দিয়ে জন সাধারণের চলাচলে দুর্যোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ইয়াহিয়া জানান, আমাদের রাস্তা পুনরায় কেটে ফেলায় জনগন চলাচল করতে পারছেনা। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আকরাম হোসেন জানান, জনগনের চলাচলের সুবিধার্থে রাস্তাটি আগে ছিলো এখনো থাকবে।
জানতে চাইলে বিবাদী পক্ষের সবুজ মিয়া বলেন, রাস্তা কাটার ব্যাপারে আমার চাচী নাহারকে বুঝিয়ে পারছিনা। এটি আমাদের ব্যর্থতা।
এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা ( ইউএনও) রাবেয়া পারভেজ জানান, রাস্তা কাটার লিখিত অভিযোগ পেয়েছি। রাস্তা উদ্ধারের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।