পাকুন্দিয়ায় দুই বেকারীকে ৩৫ হাজার টাকা জরিমানা

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অভিযান চালিয়ে দুটি বেকারীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে এসব জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া আক্তার। বেকারী গুলো হলো- পৌরসদরের কলেজ রোডে রিয়াদ ফুট প্রডাক্টস ও উপজেলার কুমড়ী এলাকার হাসিম বেকারী।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তারের নেতৃত্বে ও কিশোরগঞ্জের বিএসটিআইয়ের ফিল্ড অফিসার আবদুল মান্নানের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মোড়কে মেয়াদ না থাকায় ও বিএসটিআই এর অনুমোদন না থাকায় রিয়াদ ফুট প্রডাক্টের মালিক সুমন মিয়াকে ১০ হাজার টাকা ও হাসিম বেকারীর মালিক কামাল হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পাকুন্দিয়া থানার এসআই আশরাফুল্লাহ সহ কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে সতর্কতা মূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

Share.