স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে পাকুন্দিয়া সরকারী কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাকুন্দিয়া-কটিয়াদী আসনের সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সোহরাব উদ্দিন সকাল ১০টার দিকে কলেজ প্রাঙ্গনে শহীদ মিনারে ফুল দিতে যান। এসময় বর্তমান এমপি নূর মোহাম্মদ সমর্থক ও সোহরাব সর্মথকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে ইটপাটকেলের আঘাতে অন্তত ১০ জন আহত হয়।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সারওয়ার জাহান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।