পাকুন্দিয়ায় চাঁদা না দেওয়ায় দোকান ঘর ভাংচুর ও লুটপাট

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাঁদা না দেওয়ায় একটি দোকান ঘর ভাংচুর ও মালপত্র লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। পাকুন্দিয়া পৌর এলাকার হোসেনপুর সড়কের ডানপাশে গত শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বজলুর রহমান নামের এক ব্যক্তির একটি নির্মাণাধীন দোকান ঘর ভাংচুর ও মালপত্র লুটপাটের ঘটনা ঘটে।

দোকানের মালিক বজলুর রহমান বলেন, গত ১৯ ফেব্রুয়ারি শনিবার রাত ১০টার দিকে উপজেলার তারাকান্দি গ্রামের মৃত হাজী গোলাম সন্ধানীর ছেলে মুসলেহ উদ্দিনের নেতৃত্বে তার চার ছেলে মাহবুবুল আলম নোবেল, আফজাল, তানভীর ও তানিম কুড়াল, চাপাতি, শাবলসহ দেশীয় অস্ত্রাদি নিয়ে বজলুর রহমানের নির্মাণাধীন দোকান ঘরে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়ায় ওই সময় তাকে মারধর করে এবং নির্মাণাধীন দোকান ঘরটি ভাংচুর করে।

তিনি আরও বলেন, হামলার সময় তার দোকান থেকে নির্মাণ কাজের জন্য রাখা ২০ বস্তা সিমেন্ট, ১০০ কেজি লোহার রড ও দুই বান্ডিল টিন একটি টমটম গাড়িতে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। যার মোট মূল্য ৩২ হাজার টাকা। এসময় বজলুর রহমানের ডাকচিৎকারে পথচারীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় গত ২২ ফেব্রুয়ারি বজলুর রহমান বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে কিশোরগঞ্জ আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-৩ এ একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে জানতে অভিযুক্তদের কাউকে না পাওযায় বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।

Share.