পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রে গোসলে নেমে এক শিশুর মৃত্যু, এক শিশু নিখোঁজ

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নদীতে গোসল করতে নেমে শাবনুর (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সানজিদা (১০) নামের আরো এক শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার চরআলগী গ্রামে ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। সন্ধ্যে সাড়ে ৬ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শিশুটির কোনো সন্ধ্যান পাওয়া যায়নি। পাকুন্দিয়া উপজেলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোঃ শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে চরআলগী গ্রামের আব্দুস সালামের মেয়ে শাবনুর ও কাঞ্চন মিয়ার মেয়ে সানজিদা বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে একসঙ্গে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে প্রবল স্রােতে শাবনুর ও সানজিদা পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাৎক্ষনিক খোঁজাখুঁজি করে তাদের উদ্বারে ব্যর্থ হয়। পরে পাকুন্দিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। পাঁচ ঘন্টা চেষ্টার পর বিকেল সোয়া পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা শাবনুরের মরদেহ উদ্বার করে। সানজিদাকে এখনো উদ্বার করা যায়নি।

পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মহসিন মিয়া জানান, বিকেল পাঁচটা ১৭ মিনিটের সময় এক শিশুর মরদেহ উদ্বার করা হয়েছে। নিখোঁজ শিশুটির সন্ধ্যানে উদ্বার কাজ অব্যাহত আছে।

Share.