কটিয়াদী রিপোর্টার্স ইউনিটিতে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের  মতবিনিময়

0
মিজানুর রহমানঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সদস্যগণ সাথে মতবিনিময় করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ । মঙ্গলবার সন্ধ্যায় কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ইউনিটির সভাপতি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার  (অপরাধ) মোহাম্মদ নূরে আলম, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাত হোসেন, ইউনিটির সাধারণ সম্পাদক ফখর উদ্দিন ইমরান, সহ-সভাপতি নজরুল ইসলাম মজিব, সাংগঠনিক সম্পাদক মাইনুল হক মেুন, সহ সাংগঠনিক সম্পাদক এখলাছ উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মাসুম বিল্লাহ তাহের, দপ্তর সম্পাকদ মাসুম পাঠান, সাংবাদিক  ওবায়দুল্লাহ আকন্দ ভুবন, সাংবাদিক মো. খাইরুল  ইসলাম, সাংবাদিক মুজাহিদ বিন জালাল, রক্তদান সমিতির সমন্নয়ক বদরুল আলম নাঈম, সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বলেন,  পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক।  সাংবাদিকদের কাছে তথ্য এড়িয়ে যাওয়া বা সাংবাদিকদের তথ্য প্রদানে অসহযোগিতা করার কোনো অবকাশ নেই। তিনি আরো বলেন, দেশ ও সমাজ থেকে সব ধরনের অপকর্ম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে পুলিশের ন্যায় সাংবাদিকদের ভূমিকাও অতুলনীয়।
Share.