খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
কিশোরগঞ্জ ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা ৩ দিন ব্যাপী অনুষ্ঠানে এপার-ওপার বাংলার কবি, ছড়াকার, সাহিত্যিকদের মিলন মেলায় মুখরিত হয়েছে ।
শুক্রবার বিকালে শহর সমবায় কমিউনিটি সেন্টারে পদক প্রদান পর্বের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী।
ছড়া সাহিত্যে অবদান রাখায় কবি, ছড়াকার ও ইতিহাসবিদ শাহ আলম বিল্লালকে সুকুমার রায় সাহিত্য সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ বীর মুক্তিযোদ্ধা এম এ আফজল। তিনি জেলার হোসেনপুর উপজেলার নান্দানিয়া গ্রামের কৃতি সন্তান আব্দুল বারিকের পুত্র।