স্টাফ রিপোর্টারঃ
“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম।
ফোরামের সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার। বিশেষ অতিথি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মামুন অর রশিদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীন।
ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সাধারণ সম্পাদক মীর আশরাফ উদ্দিনের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিপিএফের মেম্বার চন্দ্রা রাণী সরকার।
সভায় অন্যদের মধ্যে ব্রিটিশ কাউন্সিলের প্লাটফর্ম ফর ডায়লগ প্রকল্পের কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর মোহাম্মদ নূরে আলম, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাছুমা আক্তার, জেলা মানবাধিকার আইনজীবী পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট হামিদা বেগম, ডিপিএফ মেম্বার খুজিস্থা বেগম জোনাকি প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা নারীদের নানা প্রতিবন্ধকতা ও এ থেকে উত্তরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা ও মতামত তুলে ধরেন। সভায় উপস্থিত এবং জুম অ্যাপে বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক এবং সরকারি বিভিন্ন বিভাগ ও দপ্তরের প্রতিনিধি অংশ নেন।