স্টাফ রিপোর্টারঃ
পরিবেশ বান্ধব ও জমির মূল্যবান মাটি নষ্ট না করেই জার্মান প্রযুক্তিতে আগুনে না পুড়িয়ে কিশোরগঞ্জে অত্যাধুনিক ব্লক ইট তৈরির কারখানা উদ্বোধন হয়েছে।
শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ সদরের মারিয়া ইউনিয়নের দক্ষিণ খিল পাড়া এলাকায় আপন কংক্রিট ব্লক ফ্যাক্টরী নামে এই কারখানার শুভ উদ্বোধন করা হয়। এসময় মোনাজাতের মাধ্যমে দোয়া করে প্রতিষ্ঠানটির সফলতা কামনা করা হয়।
কারখানার ইঞ্জিনিয়ার জানিয়েছেন জ্বালানি ও মাটির ব্যবহার ছাড়াই ইট তৈরীতে ব্যবহার করা হবে সিমেন্ট, নদীর বালু, লাল বালু, পাথরের গুড়া ও নূরী পাথর। এতে উর্বর জমি রক্ষা পাবে ও বায়ু মন্ডলের দূষণ হবে না। এছাড়াও বাড়ি তৈরীতে এই ইট ব্যবহারে খরচ অনেক কমে যাবে বলে জানিয়েছেন তিনি।
আপন কংক্রিট ব্লক ফ্যাক্টরী পরিচালক গাজী জামাল উদ্দিন বলেন- আমি প্রথমে সাধারণ ইট ভাটা করতে চেয়েছিলাম। কিন্তু পরিবেশের কথা চিন্তা করে সিদ্ধান্ত পরিবর্তন করেছি। এ প্রতিষ্ঠান করাতে সবার সহযোগিতা পাচ্ছি। সবার দোয় চাই। আশা করি সবাই পাশে থাকবেন।
কারখানা দেখতে আসা আসা মো: আশরাফ উদ্দিন গণি জানান, আমরা এমন প্রযুক্তির কথা জানতাম না। তাই আজ নিজ চোখে দেখতে এলাম। এতে খরচ কমপক্ষে ৩০% কমে আসবে। এখন থেকে বাড়ি তৈরীতে ব্লক ইট ব্যবহার করবো।
জানা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ প্রযুক্তিতে ইট তৈরীতে উৎসাহিত করছে সরকার। তাছাড়া এলাকায় কর্মসংস্থান সৃষ্টিরও সুযোগ দেখছেন অনেকে।