কিশোরগঞ্জে নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

0

স্টাফ রিপোর্টারঃ
নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলার সকল সরকারি দপ্তরের ঠিকাদারদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি প্রদান করেন। স্মারক লিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল ইসলাম সরকার।

মানববন্ধনে বক্তারা বলেন, রড, সিমেন্ট, পাথর, বালু, ইট, বিটুমিন, জিও ব্যাগ, জিও শিট, শিট পাইল, ডিজেলসহ অন্যান্য সামগ্রীর দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় সরকারি বিভিন্ন বিভাগ ও দপ্তরের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি হুমকির মুখে পড়েছে।

নির্মাণসামগ্রীর উর্ধ্বগতিতে ঠিকাদাররা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ পরিস্থিতি প্রকল্পের কাজ চালাতে ও নতুন দরপত্র অংশগ্রহণ করতে সাহস পাচ্ছেন না। নতুন ব্যাংক ঋণও মিলছে না। দ্রুত প্রকল্পসমূহের চলমান অগ্রগতি বজায় রাখার স্বার্থে প্রয়োজনী ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

এসময় বক্তব্য রাখেন, মেসার্স জয় কনষ্ট্রাকশনের সত্ত্বাধিকারী মোস্তফা গোলাম রাব্বানী, ইসলাম কনষ্ট্রাকশনের মোঃ এহসানুল ইসলাম এহসান, রুপায়ন ট্রোডার্সের ইকবাল আহমেদ চৌধুরী (অপু), মাসুম কনষ্ট্রাকশনের মোঃ মোফাজুল হোসেন, জে এ ট্রেডার্সের মোঃ সহিদুল হক লাবলু প্রমুখ।

Share.