বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ থেকেউন্নয়নশীল দেশ বাংলাদেশ

0

স্টাফ রিপোর্টারঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৩ বছরে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ থেকে উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

আজ সোমবার সকালে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ নিয়ে তিনি বলেন, সাংগঠনিক দিক থেকে বাংলাদেশে সবচেয়ে দুর্বল জেলা কিশোরগঞ্জ। যেখানে কয়েকটি উপজেলা রয়েছে বিগত ২৫ থেকে ৩০ বছর যাবত কোন সম্মেলন হয়নি। এভাবে চলতে থাকলে সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অচল হয়ে পড়বে। সংসদ নির্বাচনে এর প্রভাব পড়বে। তাই দ্রুত সকল ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আনতে হবে। উন্নয়নকে ধরে রাখতে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে নতুন নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগের সকল নেতকর্মীকে একত্রিত করতে আজকে বিশেষ বর্ধিত সভা হচ্ছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে এসময় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মেদ তৌফিক, আফজাল হোসেন, সৈয়দা জাকিয়া নূর লিপি, নূর মোহাম্মদ, বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, সদস্য রিয়াজুল কবির কাউসারসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।

Share.