মিজানুর রহমানঃ
বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন। ২৪ মার্চ (বৃহস্পতিবার) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম এসে শেষ হয়।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উক্ত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব নূরে আলম, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার পাল।
বর্তমানে বিশ্বের ৪৬টি দেশ স্বল্পোন্নত দেশের তালিকায় রয়েছে। ১৯৭৫ সাল থেকে এ তালিকায় ছিল বাংলাদেশ। ২০১৮ সালে প্রথম এবং শুক্রবার কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির ত্রিবার্ষিক সম্মেলনে চূড়ান্ত সুপারিশ পাওয়ার মাধ্যমে বাংলাদেশ কার্যত উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করলো বলে মত সংশ্লিষ্টদের।