পাকুন্দিয়ায় স্বাধীনতা দিবসে দীন ভিশনসেন্টারে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

0

আছাদুজ্জামান খন্দকারঃ

স্বাধীনতা দিবস উপলক্ষে দীন মোহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী বাজার এলাকায় নির্মিত দীন ভিশন সেন্টারে সাড়ে ৮শ সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেন বিশেষজ্ঞ ডাক্তাররা। বিনামূল্যে চিকিৎসা সেবার মধ্যে ছিল ঔষধ, চশমা, শিশু ও বয়স্কদের চোখের প্রাথমিক চিকিৎসা ও ছানি অপারেশন।

দীন আই হসপিটালের পরিচালক মো. রফিকুল হক টিটু জানান, প্রতি বছর জাতীয় দিবস ছাড়াও প্রতি সপ্তাহে দীন ভিশন সেন্টারে চোখের প্রাথমিক চিকিৎসাসহ বিনামূল্যে চশমা ও ঔষধ দেওয়া হয়ে থাকে। তিনি বলেন, যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না, তাদেরকে বিনামূল্যে কিশোরগঞ্জ দীন আই হসপিটালে নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে ছানি অপারেশন করাও হয়ে থাকে।

দীন মোহাম্মদ ফান্ডেশন ও দীন মোহাম্মদ আই হসপিটাল এন্ড রিচার্জ সেন্টারের চেয়ারম্যান ও স্বাস্থ্য বিভাগের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক বলেন, আমাদের হসপিটালের উদ্দেশ্য হলো সুবিধা বঞ্চিত মানুষদের সেবা দেওয়া। তিনি বলেন, শুধু নিজ এলাকায়ই নয় তথা দক্ষিণ কিশোরগঞ্জের দরিদ্র রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনের দায়িত্ব দীন মোহাম্মদ ফাউন্ডেশনের। তিনি আরও বলেন, আমি প্রতি মাসে কমপক্ষে দুইবার ব্যক্তিগত ভাবে রোগী দেখব ও ছানি অপারেশন করব।

Share.