কিশোরগঞ্জে বাজার তদারকিতে মাঠে নামলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রথম রোজায় বাজার তদারকিতে মাঠে নামলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

আজ দুপুরে শহরের বড়বাজার ও পুরানথানা বাজারে দ্রব্যমূল্যের দাম ও সার্বিক পরিস্থিতি তদারকি করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ।

এসময় দ্রব্যমূল্যের দাম বেশি রাখা, দোকানগুলোতে মূল্য তালিকায় গড়মিল ও সয়াবিন তেলের অবৈধ মজুদ রেখে বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি করাসহ বিভিন্ন অপারাধে জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযানের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এবং ব্যবসায়ীদেরকে সাধারণ মানুষদের কাছ থেকে অতিরিক্ত দামে হয়রানি বন্ধ করার জন্য সর্তকতা করা হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। মোট পাঁচটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার ৩৫০ টাকা আর্থিক জরিমানা করা হয়।

এসময় কিশোরগঞ্জ ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক হৃদয় রঞ্জন বণিক, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম, কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ দাউদ, জেলা ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু, সহ-সভাপতি বিলকিস বেগমসহ পুলিশ ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

Share.