স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ সদর উপজেলার তেরপট্টি এলাকা থেকে বিপুল পরিমান জাল স্ট্যাম্পসহ জালিয়াতি চক্রের মোঃ রফিকুল ইসলাম (৫০) নামে একজনকে আটক করেছে র্যাব। রবিবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। আটককৃত রফিকুল ইসলাম জেলার কটিয়াদী উপজেলার করগাঁও এলাকার আব্দুল আলীর ছেলে।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোঃ শাহরিয়ার মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একশ্রেণীর অসাধু চক্র জাল স্ট্যাম্প তৈরী করে সেগুলো সারাদেশে ছড়িয়ে দিচ্ছে এবং হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য জাল স্ট্যাম্প জালিয়াতি ও প্রতারক চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর থানাধীন তেরপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তার কাছ থেকে ১০ টাকার ছোট জাল ষ্ট্যাম্প-১৬,২০০(ষোল হাজার দুইশত) টি, ১০ টাকার বড় জাল ষ্ট্যাম্প-১২০(একশত বিশ) টি, ১০০ টাকার জাল স্ট্যাম্প-২০০(দুইশত)টি ও একটি মোবাইল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত রফিকুল দীর্ঘদিন যাবৎ জাল স্ট্যাম্প তৈরী করে সমগ্র বাংলাদেশে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মানুষকে ধোকা দিয়ে আসছে বলে স্বীকার করে। জাল স্ট্যাম্প জালিয়াতি ও প্রতারক চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। রফিকুলের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।