শোলাকিয়া ঈদগাহে হবে ঈদের জামাত, নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা

0

স্টাফ রিপোর্টারঃ
করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের ১৯৫তম ঈদের জামাত। আজ বুধবার সকালে জেলা প্রশাকের সম্মেলন কক্ষে শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় করোনা মহামারি দূর না হওয়ায় ও নিরাপত্তার স্বার্থে আগত মুসল্লিদের সাথে জায়নামাজ ও মাস্ক ব্যতিত কোন কিছু না আনার জন্যও সিদ্ধান্ত হয়। এছাড়া নিরাপত্তা জোরদারের স্বার্থে মোবাইল ফোন নিয়ে মাঠে প্রবেশ নিষিদ্ধ থাকবে বলেও জানান জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিজিবি। সকাল ১০টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। ইমামতি করবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।

এসময় পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহাজাহান, পৌর মেয়র মোঃ পারভেজ মিয়াসহ পরিচালনা কমিটির সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে করোনার প্রাদুর্ভাবের কারণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী খোলা মাঠে ঈদের বড় জামাত নিষিদ্ধ থাকায় বিগত দুই বছর যাবত শোলাকিয়া ঈদগাহে ঈদুল ফিতর ও ঈদুল আযহার জামাত বন্ধ ছিল।

Share.