মিজানুর রহমানঃ
দই কেনাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার পুলেরঘাট বাজারে এ ঘটনা ঘটে। বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ইফতারের পর পুলেরঘাট বাজারের একটি মিষ্টির দোকানে দই কিনতে যান জুনাইল গ্রামের ইমন মিয়া ও আদর্শপাড়া গ্রামের কামাল হোসেন। এসময় দইয়ের অর্ডার নিয়ে তাঁদের মধ্যে ভুল বুঝাবুঝি থেকে বাগ্বিত-া শুরু হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে তাঁদের উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ঘটনাস্থলে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলেরঘাট বাজারের কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে ঘন্টাব্যাপি চলে এ সংঘর্ষ। এসময় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পাকুন্দিয়া থানা, কিশোরগঞ্জ সদর মডেল থানা ও আহুতিয়া ফাঁড়ির শতাধিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০জন আহত হয়েছেন। তাদের কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বাজিতপুরের জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে পাকুন্দিয়া থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন বলেন, ‘ভুল বুঝাবুঝি’ নিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।