হোসেনপুরে ট্রাক আটকে টিসিবির পণ্য ছিনতাই

0

খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্যবাহী ট্রাক আটকিয়ে ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুমদী ইউনিয়নের পুমদী ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার খাদ্য গুদাম থেকে টিসিবির ডিলার মেসার্স হাজী ট্রেডার্সের উত্তাধিকার আলী হায়দার ট্রাকে করে টিসিবি পণ্য গোবিন্দপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যাচ্ছিলেন। দুপুর ১টার দিকে পুমদী ইউনিয়নের পুমদী ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় একদল দুর্বৃত্ত ট্রাকটি আটকিয়ে বস্তা কেটে বেশ কয়েকটি প্যাকেট ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসেন। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন, পুমদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমানসহ অন্যরা।

জানতে চাইলে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম বলেন, ট্রাক আটকিয়ে ৫-৭ প্যাকেট টিসিবি পণ্য নিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় টিসিবির ডিলার লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share.