কিশোরগঞ্জে কৃষকদের বিনামূল্যে ধান বীজ, সার ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে ২০২১-২২ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষকদের মাঝে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে সার ও বীজ এবং ভর্তুকির আওতায় কম্বাইন হারভেস্টার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার দুপুরে সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তনে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি।

এসময় সদর উপজেলায় ২ হাজার ৮শত কৃষকের মাঝে ১৪ টন উচ্চ ফলনশীল ধান বীজ ও ৫৬ টন ডিএপি ২৮ টন এমওপি সার বিনামূল্যে এবং ভর্তুকী মূল্যে ১৪টি কম্বাইন হারভেস্টার দেওয়া হবে বলে জানানো হয়।
পরে সদর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অস্বচ্ছল ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের মাঝে ১২ বান্ডিল ঢেউটিন ও ৩৬ হাজার টাকার নগদ চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা জামাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাসহ প্রশাসন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Share.