স্টাফ রিপোর্টারঃ
র্যাবের অভিযানে ঢাকার উত্তরখান এলাকা থেকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী মোঃ টিটু (২০) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার টিটু সদর উপজেলার ভাসানিয়াপাড়া এপি পাঁচধা (আইজবাড়ি) এলাকার ইসলামের ছেলে।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহরিয়ার মাহমুদ খান জানান, ২০০৫ সালের ১০ মে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে টিটুর বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১৮ মামলার প্রধান আসামী মোঃ টিটুর যাবজ্জীবন সাজা হয়।
সাজা থেকে বাঁচতে তার বেশ পরিবর্তন করে দীর্ঘ ০৯ বছর যাবত পালিয়ে বেড়ায়। গ্রেফতার এড়াতে ঢাকার মিরপুর, উত্তরখান এলাকা সহ বিভিন্ন এলাকায় সে কোন সময় ভ্যানে করে কাপড় বিক্রয় আবার কোন সময় সবজী বিক্রয় করে আত্নগোপন করে থাকত। তাকে গ্রেফতারের জন্য র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী শুরু করে এবং সর্বশেষ ঢাকার উত্তরখান এলাকায় তার অবস্থান নিশ্চিত করে।
দীর্ঘ প্রচেষ্টার পর অদ্য বুধবার দিবাগত মধ্যরাতে ঢাকার উত্তরখান এলাকা থেকে একটি চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করে টিটুকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষণের কথা স্বীকার করে এবং সাজা থেকে বাঁচতে সে বিভিন্ন সময় বিভিন্ন বেশ ধরে পালিয়ে থাকে বলে জানায়। ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।