স্টাফ রিপোর্টারঃ
র্যাবের অভিযানে ঢাকার বনানী এলাকা থেকে ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী জাকির মিয়া (২৫) কে গ্রেফতার করা হয়েছে। জাকির সদর উপজেলার ব্রক্ষ্মনকান্দি গ্রামের আঃ হামিদের ছেলে।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহরিয়ার মাহমুদ খান জানান, ০৬ এপ্রিল সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের হয়। এরপর থেকে গ্রেফতার এড়াতে জাকির পলাতক হয়। তাকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারী চালায় র্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার বনানী থেকে আজ শনিবার সকাল ১১ টা ৩০ মিনিেিট র্যাবের একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে জাকির। গ্রেফতার এড়াতেই ঢাকাতে পালিয়ে থাকে সে।