স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে চুক্তিপত্র না থাকায় এবং চুক্তি করেও সরকারি গুদামে চাল না দেওয়ায় ১১ টি রাইস মিলের ছাঁটাই লাইসেন্স ও খাদ্যশস্য মজুত লাইসেন্স বাতিল করে দিয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রক। আজ রবিবার (৫জুন) বিকেলে জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
লাইসেন্স বাতিল হওয়ার মধ্যে, কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাক্ষ্মণকচুরী এলাকায় মেসার্স আফতাব রাইস মিল, ভৈরব উপজেলার শম্ভুপুর এলাকার ভাই ভাই রাইস মিল, নদীর পাড় এলাকার মিতালী রাইস মিল, বাজিতপুরের হিলচিয়া এলাকার বিসমিল্লাহ রাইস মিল, কুলিয়ারচরের বড়খারচর এলাকার পপি বয়লার রাইস মিল, দড়িবাগ এলাকার আনন্দ বয়লার রাইস মিল, হোসেনপুরের ধুলিহর এলাকার ভাই ভাই রাইস মিল, কটিয়াদীর চরনোয়াকান্দি এলাকার আরিফুর রহমান কাঞ্চন রাইস মিল, বাগরাইট এলাকার শাহীন অটো রাইস মিল, পূর্ব চারিপাড়া আচমিতা এলাকার হাজী আঃ মান্নান রাইস মিল, বানিয়াগ্রাম আচমিতা এলাকার মদিনা রাইস মিল।
খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার বলেন, লাইসেন্স বাতিল হওয়া মিল গুলোকে চুক্তিপত্র না থাকা এবং চুক্তিপত্র অনুযায়ী সরকারি গুধামে চাল না দেওয়ার বিষয়ে বিভিন্ন তারিখে ১৫ দিনের সময় দিয়ে ব্যাখ্যার জন্য তলব করা হয়। কোন মিলার সুনির্দিষ্ট জবাব না দিতে পাড়ায় লাইসেন্স বাতিল করা হয়েছে। লাইসেন্স বাতিল হওয়া রাইস মিলের কার্যক্রম স্থগিতের উপর অভিযান পরিচালনা করা হবে।