আছাদুজ্জামান খন্দকারঃ
নিবন্ধন নবায়ন না করার দায়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকার মায়ের দোয়া অটো রাইস মিলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (৬ জুন) দুপুরে এ জরিমানা করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই রাইস মিলটি নিবন্ধন নবায়ন ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী আজ সোমবার দুপুরে অভিযান চালান। এ সময় নিবন্ধন নবায়ন না করার বিষয়টি নিশ্চিত হন তিনি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই রাইস মিলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাসান আলী মিয়া, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা (ওসি এলএসডি) এনায়েত করিম, পাকুন্দিয়া থানার এসআই মহাসিনসহ একদল পুলিশ।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী বলেন, নিবন্ধন নবায়ন না থাকায় ১৯৫৬ এর ৬ ধারায় ওই রাইস মিলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে নিবন্ধন নবায়ন করার জন্য এক মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।