আছাদুজ্জামান খন্দকারঃ
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদী জনতা। উপজেলা ইমাম-ওলামা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (৯জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ উপলক্ষে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার পুরাতন কোর্ট বিল্ডিং মাঠ থেকে শুরু হয়ে পাকুন্দিয়া পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাজার জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। উপজেলা ইমাম-ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সংগঠনটির সভাপতি রশিদ আহমেদ জাহাঙ্গীর হোসাইন, সহ সভাপতি ও বাজার জামে মসজিদের খতিব মাওলানা ঈদ্রিস আলী, সহ সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহম্মেদ ও মাওলানা আবু সুফিয়ান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা মহানবী হযরত মোহাম্মদ (সা.) ও তাঁর স্ত্রী আয়েশা (রা.) কে নিয়ে কটুক্তি করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। আর ওই একই ইস্যুতে দলটির দিল্লির ইউনিটের প্রধান নাভিন কুমার জিন্দাল টুইটারে পোস্ট করে একই অপরাধ করেছেন। তাই অবিলম্বে ওই দুই অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে ভারত সরকারকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আহবান জানান তাঁরা। এ সময় উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার পাঁচ শতাধিক ইমাম, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।