স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ দুপুরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে সম্মেলনের আয়োজন করেন সিভিল সার্জন কার্যালয়।
এসময় ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত জেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৯৯ হাজার ৭১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫৮ হাজার ৭৭৪ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৪০ হাজার ৯৪৩ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে।
এসময় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ পরিচালক ডাঃ হেলাল উদ্দিন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ শামসুল হক উপস্থিত ছিলেন।