হোসেনপুরে জনশুমারী ও গৃহগণনার  প্রশিক্ষণ

0

খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর সুপারভাইজার ও গণনাকারীদের ২য় ব্যাচের চার দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২জুন)  বিকেলে হোসেনপুর সরকারি ডিগ্রী কলেজ হল রুমে  পৌরসভা ও আড়াইবাড়িয়া ইউপির ২য় ব্যাচের ৪৮ জন সুপারভাইজার ও গণনাকারীদের মাঝে উপকরণ  বিতরণ করা হয়। এছাড়াও গণনাকারীদের মাঝে  একটি করে ট্যাব বিতরণ করা হয়।

সমাপনী দিনে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন-হোসেনপুর  পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর  মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক। এ সময়-উপজেলা পরিসংখ্যান অফিসের জোনাল অফিসার রিনা আক্তার ও জোনাল আইটি  মাহবুবুর রহমান কাজল প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী ১৫ জুন থেকে বাড়ি বাড়ি গিয়ে জনশুমারি ও গৃহগণনার কাজ শুরু হবে।

Share.