স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের নিকলীতে তুষার হত্যা মামলায় বীর মুক্তিযোদ্ধা চান্দালী মেম্বারকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে মামলা দায়ের ও হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে উপজেলার সকল মুক্তিযোদ্ধারা।
এসময় বক্তারা বলেন, উপজেলার ষাইটধার এলাকার তুষার ও সাগরের মধ্যে মেয়ে ঘটিত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এরই জেরে গত ২৫ মে সকালে তুষারকে হত্যা করা হয়। অভিযুক্ত মুক্তিযোদ্ধা চান্দালী একই এলাকার হওয়ায় পূর্ব বিরোধের জেরে তাকে মামলায় আসামি করে হয়রানি করা হয়েছে। তাই দ্রুত চান্দালী মেম্বারকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য জোর দাবি জানান।
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু বক্কর সিদ্দিক, ডেপুটি কমান্ডার আহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, মোজাম্মেল কবির, কফিল উদ্দিন আহম্মদ, গোলম রহমান, সুভাষ চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা সন্তান ও নিকলী সদর ইউপি চেয়ারম্যান কারার শাহরিয়ার তুলিপসহ মুক্তিযোদ্ধা ও স্থানীয় এলাকাবাসি উপস্থিত ছিলেন।