কিশোরঞ্জে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় ব্যবসায়ী জয় প্রকাশ বণিক সেতু’র উপর হামলার প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে বত্রিশ ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা স্মরনী মোড় এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয়।

বক্তরা বলেন, গত (২১ জুন) মঙ্গলবার রাতে ব্যবসায়ী কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন সন্ত্রাসী জেলা স্মরণী এলাকায় সেতুর উপর হামলা করে হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাঁধা দিলে সেতুকে কুপিয়ে জখম করে পালিয়ে যাওয়ার সময় শাহীন আলম (৩০) নামে একজনকে আটক করে স্থানীয়রা। আটক যুবক সদর উপজেলার মহিনন্দ এলাকার বাসিন্দা আব্দুল হেলিমের ছেলে। আহত জয় প্রকাশ সেতু ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের বত্রিশ শাখার ম্যানেজার। তিনি বত্রিশ এলাকার বাসিন্দা।

ঘটনার পর সেতুকে উদ্ধার করে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তার মাথায়, পিঠে, কোমরেসহ বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সেতুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Share.