খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিস হল রুমে আয়োজিত অনুষ্ঠানে অন লাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি অফিস। ২০২১-২২ অর্থবছরের রোপা আমন/২০২২-২৩ মৌসুমে উফসী আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬০০ কৃষক বিনামূল্যে বীজ ও সার পাবেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.ইমরুল কায়েস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. আক্তার হোসেন দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হাকিম তানিম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন-কৃষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।