কটিয়াদীতে রক্তদান সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

0

প্রতিনিধি কটিয়াদীঃ

‘ঈদ আনন্দ ছড়িয়ে যাক; প্রতিটি ঘরে, প্রতিটি প্রাণে’ স্লোগানে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি অসহায় ও কর্মহীন শ্রমজীবীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) কটিয়াদী সরকারি কলেজ চত্বরে উপজেলার একশত পরিবারের অসহায়, সুবিধাবঞ্চিত শিশু, নারী ও বৃদ্ধদের মাঝে ঈদ উপহার হিসেবে চিনি, সেমাই, দুধ, চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবন বিতরণ করা হয়।

এ সময় ডা. মাহফুজুল হক সোহাগ, রক্তদান সমিতির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম, সমন্বয় পর্ষদ সদস্য চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, হোমিও চিকিৎসক মাহবুবুর রহমান, সদস্য শাহরিয়ার হোসেন রিপন, নাজিম উদ্দিন, আজমল হক রাফি, ফাহিম আকন্দ, মো. সাজিদ, জুনায়েদ আহমদ হাসিব, নিয়ন আলম, রাকিবুল হাসান রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মানবিক বিপর্যয় ঠেকাতে বন্যাকবলিত কিশোরগঞ্জ জেলার কটিয়াদী, নিকলী, করিমগঞ্জ ও সুনামগঞ্জ জেলার সদর উপজেলা, দোয়ারাবাজার, ধর্মপাশা, জামালগঞ্জ উপজেলার চারশত পরিবারে এক সপ্তাহের খাবার পৌছে দিয়েছেন রক্তদান সমিতির স্বেচ্ছাসেবকরা। এছাড়া শুভানুধ্যায়ীদের সহযোগিতায় বিগত ঈদুল ফিতরে ঈদ উপহার হিসেবে শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবী এবং খাদ্য সামগ্রী বিতরণসহ পুরো রমজান মাসব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও অনান্য উপজেলায় ইফতার বিতরণ করেছে সংগঠনটি।

Share.