প্রতিনিধি কটিয়াদীঃ
ঈদের দ্বিতীয় দিনে গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের বীরউজলী গ্রামে আব্দুল আলীম সেবাশ্রমে প্রবীণদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করেছেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতির স্বেচ্ছাসেবকরা। এসময় বৃদ্ধাশ্রমের প্রবীণদের গল্প শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা।
সোমবার (১১ জুলাই) বিকালে আব্দুল আলীম সেবাশ্রমে যান রক্তদান সমিতির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম, সমন্বয় পর্ষদ সদস্য হোমিও চিকিৎসক মাহবুবুর রহমান, ছাত্রনেতা সাকিবুল হাসান সোহাগ, হাসান তারেক বাপ্পী। এরপর সংগঠনের স্বেচ্ছাসেবকরা প্রবীণদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ও কুশল বিনিময় করেন।
বৃদ্ধাশ্রমে থাকা আব্দুল লতিফ, বাচ্চু মিয়া, হরিপদ দাস, আরতী দাস, পার্বতী রানী সাহা, পুতুল ভট্টাচার্য্য বলেন, এখানে আমরা দীর্ঘদিন ধরে আছি। তোমরা আমাদের দেখতে এসেছো। খোঁজ-খবর নিয়েছো। আমরা যেন আপনজনদের ফিরে পেয়েছি। সৃষ্টিকর্তা তোমাদের ভালো করুন।
রক্তদান সমিতির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম বলেন, বৃদ্ধাশ্রমে প্রবীণদের সঙ্গে সময় কাটিয়ে আমরা আপ্লুত। তবে, এখানে যেন আর কোনো প্রবীণ আসতে না হয় সে প্রত্যাশা করি। তিনি বলেন, বৃদ্ধাশ্রমে সব ধর্মের লোক রয়েছে। অথচ সবাই এক পরিবারের সদস্য হয়ে বসবাস করছেন। ধর্মের বিভেদ তাদের বিচ্ছেদ ঘটাতে পারেনি। শুধু ঈদ নয় সব সময় আশ্রিতদের পাশে থাকার চেষ্টা করবো।
উল্লেখ্য, আব্দুল আলীম সেবাশ্রমে ১৮ জন প্রবীণ রয়েছেন। বিভিন্ন জনের সহায়তা নিয়ে এদের মুখে খাবার তুলে দেওয়া হয়। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে তাঁরা আরও একটু ভালো থাকতে পারবেন।