পাকুন্দিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

0

আছাদুজ্জামান খন্দকারঃ
৮০০ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি- এই প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস।

এ উপলক্ষ্যে আজ সোমবার সকালে র‌্যালি ও আলোচনার সভার আয়োজন করা হয়। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম মিয়া।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা শামছুন্নাহার, পরিবার পরিকল্পনা পরিদর্শক ফারুকুল ইসলাম, পরিবার পরিকল্পনা সহকারী সালেহা আক্তার, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. সালাহ উদ্দিন প্রমুখ।

এছাড়া বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ৬ ক্যাটাগরীতে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন- শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী শামছুন্নাহার, শ্রেষ্ঠ পরিবার কল্যান পরিদর্শক মো. নূরুল হক ও শাহানুর আক্তার, শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শফিকুল ইসলাম, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ কেন্দ্র জাংগালিয়া ইউনিয়ন।

আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন সভার সভাপতি উপজেলা নির্বাহী কমকর্তা রোজলিন শহীদ চৌধুরী। এ সময় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীসহ পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক ও সহকারীগণ উপস্থিত ছিলেন।

Share.