আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কলার ছড়ি কাটাকে কেন্দ্র করে নাছির উদ্দিন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তারই চাচাত ভাই স্বপন মিয়া। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মধ্য মান্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাছির উদ্দিন ওই গ্রামের আবদুল করিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে উপজেলার মধ্য মান্দারকান্দি গ্রামের আবদুল করিমের ছেলে নাছির উদ্দিনের জমি নিয়ে পাশের বাড়ির আবদুল বাতেনের ছেলে স্বপনের সঙ্গে বিরোধ চলে আসছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নাছির উদ্দিন ওই বিরোধপূর্ণ জমি থেকে একটি কলার ছড়ি কাটতে যান। খবর পেয়ে স্বপন মিয়া কলার ছড়ি কাটতে বাঁধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বপন মিয়া দা দিয়ে কুপিয়ে নাছির উদ্দিনকে জখম করে। গুরুতর আহত হয়ে নাছির উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন আহত নাছির উদ্দিনকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পাকুন্দিয়া পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।