স্টাফ রিপোর্টারঃ
প্রধানমন্ত্রীর নির্দেশে কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের উদ্যোগে আগামী এক মাস ব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার দুপুরে শহরের নূরুল উলুম আদর্শ মহিলা ফাজিল মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও কৃষক লীগের নেতাকর্মীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ দুইশত গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।
এসময় জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য আক্তারুজ্জামান শিপন, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আল মামুন, জেলা ছাত্র লীগের সভাপতি আনোয়ার হোসেন মুল্লা সুমনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়েল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
					 
						
		 
				
								
										
			 
	
											 
	
											