স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে সরকারি দপ্তরের সেবার মান নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই গণশুনানি হয়।
এসময় সেবাগ্রহীতারা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের কাছে সেবা গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন। এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় সর্ম্পকে জানতে চেয়ে বক্তব্য রাখেন। এরই প্রেক্ষিতে নিজ নিজ দপ্তরের সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ^াস দেন কর্মকর্তারা।
পলিসি ফোরামের সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
সাধারণ সম্পাদক মীর আশরাফ উদ্দিনের পরিচালনায় এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল ইসলাম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফাসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।