কিশোরগঞ্জে ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠন

0

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কিশোরগঞ্জ শাখার ১৭ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছর এই কমিটি সাংগঠনিক নিয়ম মেনে দায়িত্ব পালন করবেন। বুধবার (১০ আগষ্ট) রাতে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারন সম্পাদক আরিফুল ইসলাম আদীবের যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়েছে।

এর আগে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় সঠিক নেতৃত্ব বাছাইয়ের লক্ষে কেন্দ্রীয় কমিটি ৩ সদস্যের প্রস্তুত কমিটি করে দিয়েছিল। যাচাই বাছাইয়ের পর বর্তমান কমিটি গঠন করা হয়েছে। প্রস্তুত কমিটির দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি সোহেল মৃধা, উম্মে হাবীবা আলভি, সহ-সমাজসেবা সম্পাদক জিসান আহমেদ বিপু।

প্রকাশিত নতুন কমিটিতে জেলার সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল হাসানকে সভাপতি ও কটিয়াদি উপজেলার সদস্য সচিব শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও সহ-সভাপতি পদে রয়েছেন রাকিব হাসান তানভির ও হৃদয় মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মিয়া, জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমন খান, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ পরান, আশিকুর রহমান মাহফুজ, আবু মুসা শান্ত , প্রচার সম্পাদক পায়েল চৌধুরী, সমাজসেবা সম্পাদক মাসুদ মিয়া, অর্থ সম্পাদক আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, উপ দপ্তর সম্পাদক প্রহর মিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, ত্রাণ ও দুর্যেোগ আশরাফুল ইসলাম অপি।

বিজ্ঞপ্তিতে আগামী ১ মাসের মধ্যে জেলা কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলার নবগঠিত কমিটির সভাপতি বলেন, কমিটির সকল নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে তাদের নৈতিক অধিকার আদায়ের লক্ষে এবং সুষ্ঠু রাজনৈতিক চর্চায় গণতান্ত্রিক দেশ বিনির্মাণে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

Share.