পাকুন্দিয়ায় কোন সংঘাত ছাড়াই জাতীয় শোক দিবস পালিত

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কোন রকম বিশৃঙ্খলা ও সংঘাত ছাড়াই এবার জাতীয় শোক দিবস পালিত হয়েছে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে কড়া পুলিশ প্রহরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দলের পাশাপাশি উপজেলা প্রশাসনও নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে। উপজেলা আওয়ামীলীগের বিরোধপূর্ণ দুই গ্রুপের নেতকর্মীরা আলাদা আলাদা ভাবে এসব কর্মসূচি পালন করেন।

আজ সোমবার (১৫ আগষ্ট) সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন, উপজেলা প্রশাসন, পাকুন্দিয়া পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, পাকুন্দিয়া সরকারী কলেজ, পাকুন্দিয়া আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, পাকুন্দিয়া সরকারী উচ্চ বিদ্যালয়, পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মুখলেছুর রহমান বাদল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো. সারোয়ার জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছবাহ উদ্দিন, কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ প্রমুখ।

শোক দিবসেও বিরোধপূর্ণ দুই গ্রুপের মিছিলে শ্লোগান আর হাততালি ছিল চোখে পড়ার মত। একই জায়গায় দুই পক্ষের কর্মসূচিকে ঘিরে প্রশাসন আগে থেকেই ছিল সতর্ক। সকাল থেকেই উপজেলা চত্ত্বরসহ পৌর বাজারের বিভিন্ন পয়েন্টে মোতায়েন ছিল ব্যাপক সংখ্যক পুলিশ। তারপরও সাধারণ মানুষজনের মাঝে আতংক বিরাজ করছিল। পুলিশের কঠোর নজরদারীর কারণে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা নেতা-কর্মী ও সাধারণ মানুষ অনেকটা আতংকের মধ্যেই ছিল।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো. সারোয়ার জাহান বলেন, সকলের সহযোগিতায় এবার শান্তিপূর্ণ ভাবে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। তবে যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মাঠে মোতায়েন ছিল।

Share.