কিশোরগঞ্জে খোলা বাজারে চাল বিক্রি শুরু

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে নিম্ন আয়ের মানুষের জন্য ৩০ টাকা কেজি দরে খোলাবাজারে ওএমএসের চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে সার্কিট হাউজ সংলগ্ন ওএমএস চাল বিক্রয় কেন্দ্রে জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

খাদ্য নিয়ন্ত্রন অফিসের তথ্য মতে, জেলায় ডিলারের মাধ্যমে সরকারি বন্ধের দিন ব্যাতিত প্রতিদিন সকাল (৯টা থেকে ৫ টা পর্যন্ত) ৩০ টাকা কেজি দরে মাথাপিছু ৫ কেজি করে মোট ৪৩টি কেন্দ্রে ৩৪ হাজার ৪০০ জনের কাছে খোলাবাজারে চাল বিক্রি করা হবে। এ কার্যক্রম আগামী তিন মাস পর্যন্ত চালু থাকবে। সেখান থেকে টিসিবি কার্ডধারীরাও চাল ক্রয় করতে পারবেন।

এসময় খাদ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব সেলিনা সুলতানা, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান, এসএমও শাহীন আফজল, জেলা ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু, সাংবাদিক সাজন আহম্মেদ পাপন, শরফ উদ্দিন হোসাইন জীবন উপস্থিত ছিলেন।

Share.