স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় ৬বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামী রাজিব (১৯) কে গ্রেফতার করেছে র্যাব। নারায়ণগঞ্জ সদর র্যাব-১১ সিপিসি-১ ও কিশোরগঞ্জ র্যাব-১৪ সিপিসি-২ ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত রাজীব ময়মনসিংহের ফুলপুর থানার কুটারকান্দা গ্রামের মজিবর রহমানের ছেলে।
র্যাব-১৪ সিপিসি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহরিয়ার মাহমুদ খান জানান, গত ১০ আগস্ট মামলার বাদীর ছোট ভাই এবং দুঃসম্পর্কের চাচাতো ভাই রাজিব ময়মনসিংহ থেকে চাকরির খোজে নারায়নগঞ্জ জেলার ফতুল্লায় আসে। পরে রাজিব ভুক্তভোগীর বাড়িতে থেকেই চাকরির জন্য চেষ্টা করছিল। ভুক্তভোগী শিশুর বাবা-মা উভয়ই চাকুরিজীবি হওয়ায় প্রতিদিনের মত ১৪ আগস্ট নিজ নিজ কর্মক্ষেত্রে চলে যান। বাসায় দুই শিশু ও রাজিব অবস্থান করছিল। ওইদিন বিকালে নির্যাতনের শিকার শিশু’র মা বাসায় ফিরে শিশুকে কান্নারত অবস্থায় দেখে কারণ জিজ্ঞাসা করলে ভুক্তভোগী শিশু তার মাকে বলেন, মামা মজা কিনে দিয়ে ঘরের মধ্যে আটকে নির্যাতন করে। নির্যাতনের কথা কাউকে বলতে নিষেধ করে বাসা থেকে চলে যায় রাজীব। পরবর্তীতে শিশুর গোপনাঙ্গে ধর্ষণের আলামত পান। এরপরই ভুক্তভোগীর পরিবার নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহে বাড়িতে চলে আসেন। এবং শিশু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা শেষে ২৭ আগস্ট ভুক্তভোগীর মা ফতুল্লা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকে অভিযুক্তকে গ্রেফতারে র্যাবের গোয়েন্দা নজরদারি চালানো হয়। অভিযুক্ত গ্রেফতার এড়াতে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ায়। দীর্ঘ চেষ্টার পর কিশোরগঞ্জে অবস্থান নিশ্চিত করে রাতে র্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে রাজীব।