স্টাফ রিপোর্টারঃ
‘বৃক্ষ প্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে শুরু হয়েছে ৫ দিনব্যাপী কিশোরগঞ্জ জেলা বৃক্ষ মেলা ২০২২।
আজ রবিবার মেলা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণ্যাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসন ও জেলা বন বিভাগের যৌথ উদ্যোগে বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
পরে ময়মনসিংহ বিভাগীয় বনকর্মকর্তা একে এম রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা খানম, জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মজিবুর রহমান বেলালসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।