পাকুন্দিয়ায় পুলিশের মামলায় বিএনপির আরও পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় আরও পাঁচ বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আ. মমিনের ছেলে ইকবাল হোসেন (২৮), পোড়াবাড়িয়া গ্রামের সুলতান উদ্দিন ভূইয়ার ছেলে আজিজুল হক রুমেন (৪৩), পাটুয়াভাঙ্গা গ্রামের ছিদ্দিক হোসেনের ছেলে শাহরিয়ার আলম মুন্না (২১), হাপানিয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মুঞ্জিল আহসান (২৮) ও কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া গ্রামের মৃত মাইক আবু তাহেরের ছেলে তাকবীর উদ্দিন রাকিব (৩০)। তিনি এ মামলার ৪৯ নম্বর আসামী। এর আগে গত শনিবার বিকেল থেকে রবিবার ভোর রাত পর্যন্ত ২৫জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে এ মামলায় ৩০জন নেতাকর্মী গ্রেপ্তার হলেন।

মামলার তদন্ত কর্মকর্তা পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাহিদ হাসান সুমন বলেন, সরকারী কাজে বাধা ও পুলিশের উপর হামলার অভিযোগে গত শনিবার রাতে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১৩৯জনের নামসহ ১৫০০জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এরমধ্যে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত ৩০জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য যে, তেল, গ্যাসসহ নিত্যপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পাকুন্দিয়া উপজেলা বিএনপির পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে গত শনিবার সংঘর্ষ হয়। এতে বিএনপির শতাধিক নেতকর্মীসহ পুলিশের ৯জন সদস্য আহত হন। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই রাতেই পুলিশ বাদী হয়ে বিএনপির ১৬৩৯জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।

Share.